ভালো বাসে না ভাসে বন্ধু লিরিক্স | Valobashena Bashe Bondhu Lyrics Songs | Samz Vai X MR Rizan | Kichu Bhul

ভালো বাসে না ভাসে বন্ধু লিরিক্স | Valobashena Bashe Bondhu  Lyrics Songs | Samz Vai X MR Rizan | Kichu Bhul

ভালো বাসে না ভাসে বন্ধু লিরিক্স |

অডিও ক্রেডিট

গায়ক: সামজ ভাই

র‌্যাপ: এম আর রিজান

সঙ্গীত: সামজ ভাই

গানের কথাঃ সামজ ভাই-

র‌্যাপের কথাঃ এম আর রিজান

মিক্স মাস্টার: সামজ ভাই

বাঁশি : মুন্সি জুয়েল

Valobashena Bashe Bondhu | Samz Vai X MR Rizan | Kichu Bhul | MV 2023

গান 
""""""""""
মনে মনে রাখা কথা যত আধারে মিলায় 

গরমিল সব হিসেব কেন আমারও বেলায়।

যত পারো তুমি দূরে সরে যাও
আমার থেকে আরও।

ভুলগুলো সব মেনেই নিলাম
যা খুশি তাই কর।

কিছু ভুল হলেই ক্ষতি কি
এই ছোট্ট পৃথিবী।

ঘুরে ঘুরে আবার দেখা হব,,,,,,,,,,
কিছু মানুষ আসে চলে যায়
এই সময়ের শিকলটাই।

আটকে আর কতদিন রবে।
ভালো বাসে না ভাসে বন্ধু
অন্য জনারে।

আমার ভালোবাসা বুঝলো না রে।
কাছে আসে না আসে না
কতদিন হয় রে।

প্রাণটা আমার ছটফট করে মরে।


,,,,,,,,,,,,,,,,,,,,,,,,রাফ,,,,,,,,,,,,,,,,,,,,,,

একদিন দেখা তো হবে , কিন্তু জানিনা কবে।

পাগল মন আমার সারা দিন কেন , তার কথা ভাবে |

আর ভেবেই কি হবে শুনি , তারে কি পাবে।

বেরি না দিলে পায়ে , পাখি উড়েই তো যাবে।

মনের মানুষরে ভুলতে চাইলেই , ভোলা কি যায়।

ভালো কে কারে বাসে , আর কে কারে পায়।

কিছু থাইকা যায় স্মৃতি, দিন আসে আর যায়।

তারে পাবনা জানি , তবুও থাকি আশায়।

হাজার স্বপ্ন দেখায় , মিথ্যা ভালোবাসায়।

সেই কতটা সুখী , আমায় দুঃখে ভাষায়।

আমার মতোই বা কে , তারে এত হাসায়।

জানি বুঝব সে একদিন আমি, আছি এই প্রত্যাশায়।

ভালো বাসে না জানি সে , এখন আমায়।

তবু মন আমার কেন এত , তাহারে চাই।

আজও কেন আমি থাকি শুধু , তারি আশায়।

সে তো দুনিয়ার তালে তালে , বদলায়া যায় | 

ভালো বাসে না ভাসে বন্ধু
অন্য জনারে।

আমার ভালোবাসা বুঝলো না রে।
কাছে আসে না আসে না
কতদিন হয় রে।

প্রাণটা আমার ছটফট করে মরে।

সমাপ্ত 

""""""""""""""""""""""""""""""""""""""""""""

আরো জানুন



ওয়ালটন ফ্রিজ ১১ সেফটি দাম ২০২৩ ।

ওয়ালটন মোটরসাইকেলের ব্যাটারির দাম ২০২৩ |

ভালো করে সাজিয়ে দে মা আমরা গো চারনে যাই। Lyrics Songs | চার জনাতে কান্দে কইরা বলবে হরি হরি লিরিক্স |

আর কত কাল কান্দাবীরে দয়াল | লিরিক্স Lyrics Songs |

আমি যে দিন যাব চলে | Aami Jedin Jabo Chole | Parikshit Bala | Lyrics Songs |

কেহ কাটে ঝাড়েও বাশঁ কেহ পাকায় দড়ি। Lyrics Songs 

যাকাতের টাকা কোথায় দেওয়া যাবে ? যাকাত আপনি কাকে দিবেন ?

কিশোরগঞ্জ থেকে নেত্রকোনা কত কিলোমিটার । সি এন জি ভাড়া কতো ।

জন্ডিস হলে কি স্যালাইন খাওয়া যাবে ?

রমজান মাসে ঔষধ কিভাবে খাবেন 2023

মেয়েরা কি পায়ে মেহেদি দিতে পারবে 


Comments

Popular posts from this blog

কিশোরগঞ্জ থেকে নেত্রকোনা কত কিলোমিটার । সি এন জি ভাড়া কতো ।

ঢাকা টু নেত্রকোনা বাস ভাড়া 2023। বাস ভাড়া কতো । ঢাকা থেকে নেত্রকোণা বাস সার্ভিস