মেয়েরা কি পায়ে মেহেদি দিতে পারবে ?

মেয়েরা কি পায়ে মেহেদি দিতে পারবে ? 

সূচনা " 
মেয়েদের জন্য মেহেদী কোথায় কোথায় লাগানো জায়েজ। এবং পুরুষরা মেয়েদের লাগাতে পারবে কিনা। এবং নারী যখন মেহেদী লাগায় তার গোসল আসলে হবে কিনা। 

মেহেদি লাগানোর পরে তার ওযু হবে কিনা। পাশাপাশি আজকাল অনেক বিউটি পার্লারে গেলে বিভিন্ন ডিজাইনের মেহেদী লাগানো হয় । ডিজাইনের মেহেদি লাগানো জায়েজ আছে কিনা। 

পাশাপাশি আমরা আরও এটাও জানব হাইস কিংবা নেফাস অবস্থায় মেহেদি লাগানো জায়েজ আছে কিনা। মেহেদি লাগানোর পরে দু এক দিন পরে চামড়ার ভিতর একটা আস্তরণ তৈরি হয় এই জিনিসটা থাকার কারণে আমার ওযু হবে কিনা।

এখানে যতগুলো প্রশ্ন সবগুলো প্রশ্নের নিচে উত্তর দেয়া হলো




মেয়েদের জন্য মেহেদী লাগানো জায়েজ আছে কিনা ?

এটার উত্তর হচ্ছে অবশ্যই জায়েজ আছে । মেয়েরা হাতে পায়ে মেহেদি লাগাতে পারবে কোন সমস্যা নেই। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহু তা'আলা বলেছেন। 

নারীদের জন্য সাজ সজ্জার ক্ষেত্রে । মেহেদী ইউজ করা জায়েজ কোন ধরনের কোন সমস্যা নেই। ডিজাইন করে মেহেদি লাগালে এই বিষয়ে একটি কথা মাথায় রাখতে হবে এটা জায়েজ এখানে কোন ধরনের কোন সমস্যা নেই ।

ডিজাইন করে মেহেদি লাগানো যাবে কি ?

যদি কোন নারীর হাতে কিংবা পায়ে কোন পুরুষ যদি ডিজাইন করে মেহেদি লাগিয়ে দেয়। এটা কি জায়েজ নাকি নাজায়েজ । 

এ প্রশ্নের উত্তর হচ্ছে সম্পূর্ণ নাজায়েজ। হাদিসে এসেছে কোন নারীর অঙ্গ-প্রত্যঙ্গে কোন পুরুষ যদি থাচ করে । তার ওই জায়গাটা জাহান্নামের জন্য অবধারিত হয়ে যায় । নাউজুবিল্লাহ । 

বিয়ে করা স্বামী ছাড়া কোন পুরুষ স্ত্রীর গায়ে টাচ করলে সেই জায়গাটা জাহান্নামের আগুনে জ্বলবে।

নাপাক অবস্থায় মেহেদি লাগানো যাবে কি না ?

উত্তর অবশ্যই মেহেদি লাগানো যাবে। মেহেদী আপনি পাক হন কিংবা নাপাক হন। এটা কোন সমস্যা না । এটা জায়েজ আছে।

পুরুষদের মেয়েদের লাগানো জায়েজ আছে কি না ?

অনেক পুরুষরা মেয়েদের লাগায় । হাতে মেহেদি দিয়ে লাগায় পায়ে মেহেদি লাগায় । আসলে প্রিয় ভাইয়েরা । 

ফতুয়া হচ্ছে এটা পুরুষদের জন্য ন্যাচারালি হাতে এবং পায়ে মেহেদি লাগানো ঠিক না। তবে হ্যাঁ পুরুষ তার দাড়িতে কিংবা ছুলে মেহেদি লাগাতে পারবে।

মেহেদি লাগালে ওযু হবে কিনা ?

যখন হাতে নারী মেহেদি লাগায় । দেখবেন আস্তে আস্তে এটা গারো থেকে হালকা ঝাপসা হয়ে যায় । তখন দেখবেন হাতে একটা আস্তরণ কিংবা একটা চামড়ার স্তর তৈরি হয়ে যায় সে ক্ষেত্রে অজু হবে কিনা। 

এ প্রশ্নের উত্তর সম্পূর্ণই হচ্ছে অজু আপনার হচ্ছে । অযু আপনার ১০০% হবে ।

Comments

Popular posts from this blog

কিশোরগঞ্জ থেকে নেত্রকোনা কত কিলোমিটার । সি এন জি ভাড়া কতো ।

ঢাকা টু নেত্রকোনা বাস ভাড়া 2023। বাস ভাড়া কতো । ঢাকা থেকে নেত্রকোণা বাস সার্ভিস